ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলায় রিয়াদ (১৮) নামে এক বখাটের হামলায় মাহমুদা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আহত হয়ে হাসপাতালে। বর্তমানে সে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে মাহমুদা সাংবাদিকদের জানায়, বুধবার (৪ এপ্রিল) স্কুল ছুটির পর সে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাড়িতে যাচ্ছিল। পথে পৌর শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় বখাটে রিয়াদ তাদের কটুক্তি করে।
এ নিয়ে প্রতিবাদ করলে রিয়াদ তাদের মারপিট করে। এতে মাহমুদা ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাহমুদা উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ বাংলানিউজকে বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই স্কুল ছাত্রীর সঙ্গে কথা বলেছি। তাদের পরিবার থেকে মামলা বা অভিযোগ দায়ের হলে ওই বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমএএএম/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।