ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে শিশু আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, এপ্রিল ৫, ২০১৮
মেহেরপুরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে শিশু আহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় কুড়িয়ে পাওয়া হাত বোমার বিস্ফোরণে সুমন আহমেদ (১০) নামে একটি শিশু গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের স্বামী পরিত্যক্ত জরিনা খাতুনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে শিশুটি বাড়ির পাশে একটি তাল গাছের নিচে লাল কসটেপ মোড়ানো দু’টি বস্তু দেখতে পায়। হাত বোমা দু’টিকে টেনিস বল ভেবে বাড়িতে এনে টিউবওয়েল পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবসত পড়ে যায়। এ সময় একটি বোমার বিস্ফোরণে তার হাতের মাংস উড়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, বোমার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশের টিম।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুমাইয়া আক্তার বাংলানিউজকে জানান, শিশুটির হাতের মাংস উড়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ