বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি এলাকায় এ ঘটনা ঘটে। শিউলি উপজেলার মাইজবাগ এলাকার ব্যবসায়ী মতিউর রহমানের স্ত্রী।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মাওলা বাংলানিউজকে জানান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ওই নারী মাইজবাগ থেকে স্থানীয় বৈরাটি এলাকায় যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি মোড় ঘুরার সময় ওই নারী ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময় ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমএএএম/এসআরএস