গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘জ্বীনের বাদশা’ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
টিএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।