ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ন্যামের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে শাহরিয়ার আলম 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, এপ্রিল ৫, ২০১৮
ন্যামের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে শাহরিয়ার আলম  সম্মেলনে অন্যান্যদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ঢাকা: জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের  সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার  আলম। 

দু’দিনব্যাপী (৫-৬ এপ্রিল) এ সম্মেলনে যোগ দিতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকা ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রতিষ্ঠা পায় ন্যাম। যা জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) হিসেবে পরিচিত।

এ আন্দোলন গড়ার মূল নায়ক ছিলেন যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মিসরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের, ঘানার প্রেসিডেন্ট কোয়ামি ইনকোমো এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ