ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাকিমপুরে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, এপ্রিল ৫, ২০১৮
হাকিমপুরে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার উদ্ধারকৃত বিঞ্চু মূর্তি

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাপাড়ার প্রাচীন পুকুর খননকালে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্প্রতিবার (০৫ এপ্রিল) বিকেলে মূর্তিটি উদ্ধার করা হয়।  

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান আরিফ বাংলানিউজকে বলেন, রায়ভাগ গ্রামের কায়েম উদ্দিন মন্ডল ও কামাল মন্ডলের পুরাতন পুকুর খননকালে ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

উদ্ধার হওয়া মূর্তিটি প্রায় ৪ ফুট উচ্চতা ও দেড় ফুট প্রস্ত। যার ওজন প্রায় ২০০ কেজি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ