কুমিল্লা: গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা জেলার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হল কুমিল্লা-শাসনগাছা ফ্লাইওভার।
আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কিছুদিন আগে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রাথমিকভাবে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, শাসনগাছা রেল ক্রসিংয়ের যানজট নিরসনে ২০১৫ সালে প্রায় ৬৩১ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণের কাজ শুরু হয়।
জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আহসানুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।