ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, এপ্রিল ৪, ২০১৮
বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মো. নওশাদ (২৩) ও হুমায়ুন কবির (১৮)।

বুধবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত নওশাদ কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের হাসানুল ইসলামের ছেলে ও হুমায়ুন ঠাকুরগাঁও সদর উপজেলার কালিবাড়ি এলাকার আনসারুল হকের ছেলে।

দিনাজপুর দশ মাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাদিকুজ্জামান বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে দিনাজপুর থেকে কাহারোলগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে চালক নওশাদ নিহত হন।  

গুরুতর আহত অবস্থায় আরোহী হুমায়ুনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সাদিক।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ