নিহতরা হলেন- মো. নওশাদ (২৩) ও হুমায়ুন কবির (১৮)।
বুধবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত নওশাদ কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের হাসানুল ইসলামের ছেলে ও হুমায়ুন ঠাকুরগাঁও সদর উপজেলার কালিবাড়ি এলাকার আনসারুল হকের ছেলে।
দিনাজপুর দশ মাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাদিকুজ্জামান বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে দিনাজপুর থেকে কাহারোলগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে চালক নওশাদ নিহত হন।
গুরুতর আহত অবস্থায় আরোহী হুমায়ুনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সাদিক।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
জেডএস