বুধবার (০৪ এপ্রিল) দুপুরে কলেজের সামনে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াছ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ প্রফেসর অজয় কুমার দাশ মহালদার, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হাকিম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল প্রমুখ।
এসময় শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হাকিম বলেন, বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় রসায়ন বিভাগের বিভাগীয় সেমিনারে অধ্যায়নরত অবস্থায় সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী নূর হাবিবের ওপর আক্রমণ চালান বিএ (পাস) ৩য় বর্ষের ছাত্র এএইচ মামুন। এ সময় বিষয়টি মিমাংসার জন্য শিক্ষকরা এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হন হামলাকারী। এ ঘটনায় সহকারী অধ্যাপক হিমাংশু সূত্রধর আহত হন। পরে ২ মার্চ কলেজের অধ্যক্ষ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিএ