মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিতুয়াকে রাত সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
আল-আমিন নামে এক যুবক জানান, রায়েরবাগ হাশেম খান রোডের কালভার্ডের ওপর দিয়ে মা ও মেয়ে হেটে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মা-মেয়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক মিতুকে মৃত ঘোষণা করেন।
মৃত মিতুয়ার ছোট বোন মিথীলা (৯) জানায়, তারা তিন বোন ও মা-বাবাসহ পাঁচজন নারায়ণগঞ্জ এলাকায় তাদের মামা সুমনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাতে লেগুনা করে তাদের বর্তমান বাসা রায়েরবাগ খানকাশরীফ রোডে ফিরছিলো। পরে রায়েরবাগ হাশেম খান রোডে লেগুনা থেকে নেমে তারা রাস্তা পার হওয়ার সময় ওই বাসটি তার বোন মিতুয়া ও মা শিরিনকে ধাক্কা দেয়। তার বাবা নাম মিজানুর রহমান মিলন।
মিতুয়া স্থানীয় নলেজ আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় ঠিকাদার ও মা গৃহিণী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/এসআরএস