মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নৌ-পুলিশ ও মৎস বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটত করে।
আটকরা হলেন- মোজাম্মেল হাওলাদার (৪০), বেলাল দেওয়ান (৩৫) , শহীদ মুন্সী (৩৫), কবির মোল্লা (২৭), জসিম উদ্দিন (১৮), বাহা উদ্দিন (৪৭), ইব্রাহিম বেপারী (১৮), সাহেব আলী আকন (২৫), দুলাল দর্জি (২৮), জাকির খান (৩০), নাগর সরদার (২৪), আলাউদ্দিন মাঝি (৩০), আ. গণি মাঝি (৩০), বাহাউদ্দিন মাতবর (২২), কবির মাঝি (২২), আলিম বেপারী (২৩), মাইদুল ইসলাম হাওলাদার (৩০), জাকির হোসেন (২২), মোস্তফা খাঁন (২০), রুবেল ইসলাম রাঢ়ী (২০), মিলন রাঢ়ী (৩৫), জাকির হোসেন আকন (২২), আইয়ুব আলী আকন (৩২), নাছির রাঢ়ী (৪৩), মনির শাহ (২০), আলাউদ্দিন তালুকদার (৩০), আক্তার জমাদ্দার (২৫), হোসেন (২২), মতিন (৪৮), ইমরাণ ফরাজী (১৫), জাফর(২২) ও জয়নাল (৫০)।
বরিশাল নদী বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন বাংলানিউজকে জানান, আটককৃত জব্দ জাল ও জাটকাসহ রাতে নৌ-থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে মৎস আইনে নিয়মিতো মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএস/এসআরএস