কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক এবং প্রতিষ্ঠান এখনও তাদের নামফলক, সাইনবোর্ড, ব্যানার ইত্যাদিতে বিদেশি ভাষা ব্যবহার করছে। তাছাড়া কোনো কোনো প্রতিষ্ঠান বিদেশি হরফের নিচে বা পাশে ক্ষুদ্র বাংলা হরফে বাংলা ব্যবহার করছে যা প্রকারান্তে বাংলা ভাষার প্রতি অবজ্ঞারই সামিল।
হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নম্বর রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি’র আওতাধীন এলাকায় যথাযথভাবে বাস্তবায়ন করার দায়িত্ব এর কর্তৃপক্ষকে দেওয়া হয়।
চলতি বছরের ২৮ জানুয়ারি জাতীয় দৈনিক পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৭ দিনের মধ্যে সব সাইনবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়।
পরবর্তীতে অনেক প্রতিষ্ঠান তাদের নামফলক, সাইনবোর্ড ইত্যাদি স্ব-উদ্যোগে যথাযথভাবে বাংলায় লিখে প্রতিস্থাপন করে। তবে হাইকোর্টের আদেশ এবং গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে ডিএনসিসি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক দণ্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ইত্যাদি অপসারণ করে।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরআর