মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও ভৈরব পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ভৈরবের কমলপুরের এ এস আলম ট্রেডিং, মা কোয়ালিটি আইসবার্গ, মোল্লা জেনারেল স্টোর, রমজানের ফলের দোকান ও রুবেল মিয়া ট্রেডার্স।
সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে ভৈরবের কমলপুর ও দুর্জয় মোড়ে অভিযান চালানো হয়। এসময় রঙ ও ঘনচিনি মিশিয়ে শিশুখাদ্য তৈরি করায় এ এস আলম ট্রেডিংকে ৪০ হাজার টাকা, মা কোয়ালিটি আইসবার্গকে ২০ হাজার টাকা, রুবেল মিয়া ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মোল্লা জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা ও নিম্নমানের ফল বিক্রির দায়ে রমজানের ফল দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ