ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, মার্চ ২৭, ২০১৮
ভৈরবে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ: শিশু খাদ্যে রঙ ও ঘনচিনি মেশানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও ভৈরব পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ভৈরবের কমলপুরের এ এস আলম ট্রেডিং, মা কোয়ালিটি আইসবার্গ, মোল্লা জেনারেল স্টোর, রমজানের ফলের দোকান ও রুবেল মিয়া ট্রেডার্স।

সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে ভৈরবের কমলপুর ও দুর্জয় মোড়ে অভিযান চালানো হয়। এসময় রঙ ও ঘনচিনি মিশিয়ে শিশুখাদ্য তৈরি করায় এ এস আলম ট্রেডিংকে ৪০ হাজার টাকা, মা কোয়ালিটি আইসবার্গকে ২০ হাজার টাকা, রুবেল মিয়া ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মোল্লা জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা ও নিম্নমানের ফল বিক্রির দায়ে রমজানের ফল দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।