জেলা প্রশাসক আতিকুর রহমান এ প্রতিযোগিতার আয়োজন করেন। এতে যশোর, নড়াইল, ঝিনাইদহ, মহম্মদপুর, শ্রীপুর, মাগুরা থেকে ১৩টি ঘোড়া অংশ নেয়।
এ উপলক্ষে ররুনাতুল গ্রামে দিনব্যাপী গ্রাম্য মেলা বসে। মেলায় মিষ্টি, চানাচুর, শিশুদের বিভিন্ন ধরনের খেলনাসহ খাবার দোকান বসেছে।
প্রতিযোগিতায় যশোর বাঘারপাড়া গ্রামের মো. লালটু মিয়া প্রথম, দ্বিতীয় নড়াইলের নূরনবী, তৃতীয় স্থান অধিকার করেন ঝিনাইদহের মো. হাবিবুর রহমান।
জেলা প্রশাসক আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, এক সময় গ্রাম্য আনন্দ-বিনোদনের একটি বড় মাধ্যম ছিল ঘোড়দৌড়। কিন্তু সময়ের কারণে এ প্রতিযোগিতা হারাতে বসেছে। তাই মানুষকে আনন্দ দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাঠে রাখার চেষ্টা করা হবে। যাতে মাদক থেকে তাদের বিরত রাখা যায়। তিনি পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলকে ধন্যবাদ জানান তাকে সহযোগিতা করার জন্য।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/