ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

৮ এপ্রিল ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, মার্চ ২৭, ২০১৮
৮ এপ্রিল ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব

ঢাকা: ভারতীয় পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখলে দুই দিনের সফরে ৮ এপ্রিল ঢাকায় আসছেন। ৯ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে একটি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

মঙ্গলবার (২৭ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন গোখলের সফরের খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজয় কেশব গোখলের সফরে তিস্তার পানি বণ্টন, রোহিঙ্গা ইস্যু, দু’দেশের সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে।

সফরকালে বিজয় কেশব গোখল পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।