ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সাত মসজিদ রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ  ডিএনসিসির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, মার্চ ২৭, ২০১৮
সাত মসজিদ রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ  ডিএনসিসির সাত মসজিদ রোডে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা: ধানমন্ডির সাত মসজিদ রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৭ মার্চ) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানের সময় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের কাছে ফুটপাথের উপর নির্মিত দু’টি দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ করে প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

প্রায় ৮ ফুট ফুটপাত এবং ৩-৪ ফুট রাস্তা অবৈধভাবে দখল করে যাত্রী ছাউনিসহ দোকান দু’টি নির্মাণ করা হয়েছিল।

এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকউজ্জামান রাজীব উপস্থিত ছিলেন।

ডিএনসিসির এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।