মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরেরবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দোকানের মালিক মো. ইউসুফ সরকার বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর খবর পাই দোকানে আগুন লেগেছে। দোকানের প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ সজিব সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ