ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মার্চ ২৭, ২০১৮
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

ঢাকা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন দিনের সফরে ঢাকা এসেছেন।

বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন (বিমসটেক) দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠকে যোগ দিতেই তার ঢাকায় আগমন।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অজিত দোভাল।



ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

সমুদ্র নিরাপত্তা-সহ দক্ষিণ এশিয়ার সামগ্রিক সুরক্ষা সহযোগিতার বিষয়টি নিয়ে বুধবার (২৮ মার্চ) বসছে বিমসটেকের এ বৈঠক।

গত বছরের ২১ মার্চ বিমসটেক নিরাপত্তা প্রধানদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতার বিভিন্ন বিষয়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, সমন্বয়ের উন্নতি ও সক্ষমতা বাড়িয়ে সহিংস চরমপন্থা ও মৌলবাদের বিস্তার রোধ করার জন্য জোটবদ্ধভাবে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সব দেশ রাজি হয়।

এ ছাড়া অন্তর্জাল নিরাপত্তার ক্ষেত্রে একটি ফোরাম গঠনের মাধ্যমে সহযোগিতা বাড়াতেও সদস্যদেশগুলো সিদ্ধান্ত নেয়।  

২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে এটির প্রধান কার্যালয় স্থাপিত হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।