বুধবার (২৮ মার্চ) সকাল ১১টা থেকে জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করবে।
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নায়েরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস.এ.নেওয়াজী মঙ্গলবার দিনভর উপজেলার মাস্টারবাড়ি এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্ত কমিটি’র দু’সদস্য সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্শেদা ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ তার সঙ্গে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী বাংলানিউজকে জানান, আমরা দিনভর ঘটনাস্থলে গিয়ে ১২ থেকে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। ৩ কার্যদিবসের মধ্যে আমরা রিপোর্ট দিতে পারবো বলে আশা প্রকাশ করছি।
জেলা প্রশাসনের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নায়েরুজ্জামান।
কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মোহাম্মদ রায়হানুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোবারক হোসেন, তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আতিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী প্রকৌশলী শহীদুর রহমান ও পরিবেশ অধিদফরের সহকারী পরিচালক নূর আলম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নায়েরুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবো।
এর আগে শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ অপু ঘটনাস্থলেই মারা যান।
অগ্নিদগ্ধ হন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন, দীপ্ত সরকার ও হাফিজ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএএএম/এসএইচ