মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিজনগরে এ দুর্ঘটনা ঘটে। বকুল রাণী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বড়ুয়া গ্রামের পালু দাসের স্ত্রী।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা মহাসড়ক দিয়ে মাধবপুর থেকে আন্দিউড়া যাচ্ছিল। পথে নিজনগর গেলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই বকুল রাণীর মৃত্যু হয়। পরে অটোরিকশা চালকসহ আহত তিন জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এ ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। এছাড়া বকুল রানীর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টিএ