ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

দুর্নীতি মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, মার্চ ২৭, ২০১৮
দুর্নীতি মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে

ঢাকা: অবৈধ সম্পদ ও অর্থ পাচারের পৃথক দুই মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৭ মার্চ) দুই মামলায় শহীদুল ঢাকার সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জামিনের শর্ত ভঙ্গ করায় চলতি মাসের ১৪ মার্চ ওই দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।  

গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক এসএম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে শহীদুল আলমের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।  

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এছাড়াও  অর্থ পাচার মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পদ পর্যন্ত বিভিন্ন পদে কর্মরত থেকে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে আয় করা টাকার উৎস গোপনের লক্ষ্যে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিজ নামে একটি হিসাব পরিচালনা করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।