ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

হাইমচরে বিএনপি-জামায়াতের ১২ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, মার্চ ২৭, ২০১৮
হাইমচরে বিএনপি-জামায়াতের ১২ নেতা কারাগারে

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে পুলিশের দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সরদার আবদুল জলিল মাস্টারসহ বিএনপি-জামায়াতের ১২ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ নির্দেশ দেন।

১২ নেতার মধ্যে রয়েছেন-ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শেখ, বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপির সদস্য নজির দেওয়ান, উপজেলা যুবদল সহ সভাপতি ফারুকুল ইসলাম গাজি, খোরশেদ আলম চকিদার, দুলু পেদা, জামায়াত নেতা হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক নেছার শিকদার, যুবদল নেতা কামাল হোসেন, বিএনপি নেতা শাহপরান মেলকার।

মামলার বিবরণে জানা যায়, জিয়া এতিম খানার নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত ৮ ফেব্রুয়ারি হাইমচর বিএনপি অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষের অভিযোগে অস্ত্র ও বিস্ফোরক আইনে হাইমচর থানা পুলিশ মামলা দায়ের করেন। ওই মামলায় তারা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ আব্দুল লতিফ, অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. সলিমউল্লাহ সলিমসহ বেশ কয়েকজন আইনজীবী।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।