মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে জাফলং লামাপুঞ্জি পাথর কোয়ারি এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম গোয়াইনঘাট উপজেলার দৌবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে এবং উসমান মিয়া উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টায় কোয়ারিতে পাথর উত্তোলনের কাজ করছিলেন নাজিম উদ্দিন ও বাহার মিয়া। এসময় কোয়ারি এলাকায় স্থাপিত বোমা মেশিনের পাইপ খুলে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন নাজিম। তাকে উদ্ধার করে এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন সন্ধ্যার দিকে লামাপুঞ্জি ডা. শহিদের গর্তে কাজ করছিলেন উসমান মিয়া। এক পর্যায়ে পাথরের গর্ত ধসে চাপা পড়ে নিহত হন তিনি। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় খবর দেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোয়ারি এলাকায় পানির মেশিনে কাজ করতে গিয়ে পাইপে আঘাতপ্রাপ্ত হয়ে নাজিম মারা যান ও বাহার আহত হন। এছাড়া পাথর চাপায় মারা যান উসমান।
মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এনইউ/আরআর