ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও যাচ্ছেন বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, মার্চ ২৭, ২০১৮
প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও যাচ্ছেন বৃহস্পতিবার শেখ হাসিনা

ঠাকুরগাঁও: দীর্ঘ সাড়ে ১৭ বছর পর বৃহস্পতিবার (২৯ মার্চ) ঠাকুরগাঁওয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের উত্তরের এ জেলায় তাঁর শুভাগমনে সর্বস্তরের মানুষের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য। প্রত্যাশার সঙ্গে চলছে প্রস্তুতিও।

জনসভা সফল করার জন্য একদিকে যেমন চলছে জেলা আওয়ামী লীগসহ সব অংগ সংগঠনের প্রস্তুতি অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে চলছে প্রাপ্তি ও প্রত্যাশার গল্প। গুণছেন তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে জেলার পক্ষ থেকে বরণ করে নেয়ার অপেক্ষার প্রহর।

জেলায় পুলিশ প্রশাসন সার্বক্ষণিকভাবে প্রস্তুতি কাজের তদারকি করছে।

২৯ মার্চ বিকেল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌরসভা কর্তৃপক্ষ শহর জুড়ে রাস্তা-ঘাট পরিষ্কার সভাস্থলের পরিচ্ছন্নতাসহ সৌন্দর্য বর্ধনের জন্য রং লাগানোর কাজ করছে। জেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনগুলো সভামঞ্চ এবং রাস্তাঘাটের সৌন্দর্য বর্ধনসহ সভাস্থল জন সমুদ্রে পরিণত করার জন্য মাইকিং, পোস্টার, বেনার, ফেস্টুন, তোরণ নির্মাণ, হাট সভা, পথ সভা, বর্ধিত সভা, প্রস্তুতি সভার আয়োজন করছে দফায় দফায়। অফিস ও পাড়ায় চলছে আলোক সজ্জার কাজ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী বলেন, এবারের জনসভায় ৫ লাখেরও বেশি লোকের সমাগম ঘটানো হবে। ঠাকুরগাঁওবাসী এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর/বিভাগের উদ্বোধনযোগ্য ও ভিত্তি প্রস্তর স্থাপনযোগ্য একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী এবারের সফরে সদর, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন, পিটিআইয়ের সম্প্রসারিত ভবন, আবুল হোসেন সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ভবনসহ ১০টি কলেজের চার তলা ভবন, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ভবন, আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণ প্রকল্পসহ ৩৫টি প্রকল্পের উদ্বোধন এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলার বেশ কয়েকটি রেজিস্ট্রি অফিস ও ভবন, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার আধুনিক ডাকবাংলো নির্মাণসহ ৩৩টি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।

পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরের প্রবেশ মুখগুলোতে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সফরে তিনি ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ মার্চ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর হেড কোয়ার্টার মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করবেন। দুপুর ১২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউসে ঠাকুরগাঁও জেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে বিকেল তিনটায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।