ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, মার্চ ২৭, ২০১৮
১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ১০ টাকা কেজির চাল ক্রেতাদের মাথাপিছু ৩০ কেজির স্থলে ওজনে কম দেওয়ার অভিযোগে ডিলার ফেরদৌস মোড়লকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল এ অর্থদণ্ড দেন।

ফেরদৌস উপজেলার লকপুর ইউনিয়নের জলচ্ছত্র মোড়ে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করেন।

তিনি উপজেলার ভট্টখামার গ্রামের আলতাফ মোড়লের ছেলে।

ইউএনও প্রিয়াংকা পাল বাংলানিউজকে বলেন, ১০ টাকা দরে মাথাপিছু ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ফেরদৌস সকাল থেকে দুপুর পর্যন্ত ১০৪ জনকে ওজনে প্রায় দুই কেজি করে চাল কম দেন। পরে সাতজন চাল ক্রেতার স্বাক্ষ্যগ্রহণ এবং তাদের চাল পুনরায় পরিমাপ করে অভিযোগের সত্যতা পেয়ে তাকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।