ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মার্চ ২৭, ২০১৮
পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী সেতু এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে পিরোজপুর-হুলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন পিরোজপুর পৌরসভার কুমারখালী মহল্লার সোহাগ শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে দুই বছরের মেয়ে সোহাগীকে নিয়ে বড় খলিশাখালী এলাকায় ননদ মালা বেগমের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন শারমিন। পথে বড় খলিশাখালী সেতুর কাছে একটি ইজিবাইকে ওঠার সময় সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন এ অবস্থায় শারমিনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসাপতালের চিকিৎসক শাকিল সরোয়ার জানান, হাসাপাতালে আনার পথেই শারমিনের মৃত্যু হয়।

স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও চালক আগেই পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।