ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মার্চ ২৭, ২০১৮
সুনামগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিশারদপুর গ্রামের তোরাব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অপর একজনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ এ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ এবং অপর আসামি তার ভাই দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল জাহির।

  বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তেরাব আলীর বাড়িতে হামলা চালায় আব্দুল আজিজ ও তার ভাইসহ একদল সন্ত্রাসী। কুড়াল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বজনদের সামনে তোরাব আলীর চোখে এলোপাতাড়ি ভাবে গুলি করে। পরে ঘটনাস্থলেই মারা যান তোরাব আলী। ঘটনা পর তেরাব আলীর শাশুড়ি খোদেজা বিবি বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন বিজ্ঞ আদালত। এছাড়াও একই মামলায় পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন।

তারা হলেন-বিশারদপুর গ্রামের মফিজ আলীর ছেলে ইলিয়াস আলী ও মজিবুর রহমান, ওয়ারিদ উল্লাহর ছেলে আয়ান মিয়া, বঞ্চনপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. সিরাজ মিয়া, ময়মনসিংহের মদনপুর থানার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত আয়ান মিয়ার ছেলে জালাল উদ্দিন।

বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মানিক লাল দে। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম।
রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট খাইরুল কবির রুমেন পিপি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।