ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৭, মার্চ ২৬, ২০১৮
চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবসে নানা আয়োজন চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবসে নানা আয়োজন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সোমবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৮টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত উচ্চারিত হয়।

পরে সকালে পুরাতন জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রর্দশন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। এরপর সেখানে ডিসপ্লে প্রদর্শিত হয়।

দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, জেলখানা ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।