সোমবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৮টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত উচ্চারিত হয়।
পরে সকালে পুরাতন জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রর্দশন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। এরপর সেখানে ডিসপ্লে প্রদর্শিত হয়।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, জেলখানা ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ