সোমবার (২৬ মার্চ) সকাল ৬টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান প্রমুখ।
এরপর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও সর্বস্তরের মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ, সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনী, এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও জেলা প্রশাসক হলে স্বাধীনতা উৎসবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নরসিংদীর টাউন হল সংলগ্ন পুরাতন শিল্পকলায় সকাল ১০টায় শুরু হয়েছে জাতীয় সংগীত পরিবেশণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআই