সোমবার (২৬ মার্চ) সূর্যোদয়ের পরেই শহরের অঙ্গীকার পাদদেশে ৩১ তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ. ওয়াদুদ।
এছাড়াও চাঁদপুর পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এতে অংশ নেয়।
সকাল ৭টায় শহরের ট্রাক রোড চাঁদপুরের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শঙ্কর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
এছাড়াও সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ