ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৬, মার্চ ২৬, ২০১৮
রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপিত রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এ লক্ষ্যে সোমবার (২৬ মার্চ) রাজশাহীতে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। সকালে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে হেতেম খাঁ বড় মসজিদে কোরআনখানি, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামসহ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শুদ্ধ উচ্চারণে একইসঙ্গে জাতীয় সংগীত গাওয়া হয়।

পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে প্যারেড পরিদর্শন করেন। এ সময় তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। শারীরিক কসরত পরিদর্শনের পর পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঞা, মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। জাতির শান্তি, অগ্রগতি, কল্যাণ কামনা করে সব মসজিদে বাদ যোহর ও অন্যান্য উপাসনালয়ে সুবিধা মতোসময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, শিশুসদন ও শিশুকেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। বিকেলে উপহার সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের কুচকাওয়াজ।  ছবি: বাংলানিউজবিকেলে রিভারভিউ কালেক্টরেট স্কুলে নারীদের ক্রীড়া ও আলোচনা অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম মুক্তিযোদ্ধা একাদশ ও মেয়র একাদশ বনাম বিভাগীয় কমিশনার একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ‘‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’’ বিষয়ক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া শিল্পকলা একাডেমিতে রক্তদান কর্মসূচি, সন্ধ্যায় লক্ষীপুর ও আলুপট্টি মোড়ে  মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে এবং প্রবেশমূল্য ছাড়া জাদুঘর, পার্ক, চিড়িয়াখানা, শিশুদের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এদিকে ২৫ মার্চ সন্ধ্যা থেকে সারা রাত রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন ও সড়ক দ্বীপসমূহে বর্ণিল আলোকসজ্জা শোভা পাচ্ছে।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আওয়ামী-লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ পৃথক পৃথক কর্মসূচি করছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।