মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, রোববার (২৫ মার্চ) ছিলো গণহত্যা দিবস।
তিনি আরো বলেন, আমরা এখনো জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির জন্য নিরাপদ হতে পারেনি। জঙ্গিবাদ ও রাজাকার যেমন দেশের শত্রু, তার চেয়েও বড় শত্রু তারা, যারা কি-না এদের লালন করে। আমাদের সামনে দু’টি বড় চ্যালেঞ্জ। একটি হলো সঠিক সময়ে নির্বাচন আয়োজন করা এবং অপরটি হলো জঙ্গিবাদ ও রাজাকার লালনকারী দল বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা।
এর আগে সকাল ৬টা ১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এরপর ৬টা ২ মিনিটে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা উন্মুক্ত দেওয়া হয়।
বাংলাদশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএসি/জেডএস