সোমবার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাংলানিউজের নজর কাড়ে ওই কৃষক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম প্রতিটি জাতীয় দিবসে যান সঙ্গে লাঙল-জোয়াল নিয়ে।
সেক্টর-৩এ যুদ্ধ করেছন উল্লেখ করে শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এখনকার নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানেন না। তাদের কাছে বিভিন্ন সময় অনেক ভুল তথ্য চলে যায়, তাতে তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাই আমি চেষ্টা করি যুদ্ধের সময়ের সঠিক তথ্য সম্পর্কে তাদের জানাতে।
নিজের পোশাক ও লাঙল-জোয়াল সম্পর্কে তিনি বলেন, আমি যদি স্বাভাবিকভাবে থাকি, তাহলে আমার কাছে কেউ আসবে না। তাই ইচ্ছা করেই এভাবে আসি। যেন মানুষের কৌতূহল জাগে এবং আমার কাছে তারা আসে। আর আমার কাছে এসে যখন মানুষ আমার পোশাক ও লাঙল-জোয়াল নিয়ে প্রশ্ন তুলে, তখনই আমি আস্তে আস্তে মুক্তিযুদ্ধের কথা সবার কাছে তুলে ধরি। তবে আমাকে এভাবে দেখে অনেকেই হাসাহাসি করেন।
তিনি বলেন, কেউ আমাকে নিয়ে হাসাহাসি করলে আমার তাতে কিছুই মনে হয় না। কারণ আমি দেশ ও দেশের সঠিক ইতিহাসের কথা বলি। তরুণ প্রজন্ম যেন ভুল কোনো তথ্য না পায়, সে জন্যই আমি কাজ করি। এখানে আমার কোনো স্বার্থ নেই।
শফিকুলের কথার সত্যতা পাওয়া যায় স্মৃতিসৌধেই। অনেক আগ্রহী তরুণ-তরুণী তার দিকে এগিয়ে যান এবং নানা প্রশ্ন করেন।
শফিকুল এসব প্রশ্নের বিরামহীনভাবে উত্তর দিতে থাকেন। ৭০-এর নির্বাচন থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের ইতিহাস অকপটে সবার কাছে বলে যাচ্ছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএ/এমএসি/এইচএস/টিএ