গণহত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাতে কুমাপাড়ার দলীয় কার্যালয় থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুবন মোহন পার্ক শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহীন আকতার রেনী, সহ সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ, অ্যাডভোকেট আসলাম সরকার, আইন সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. আফম জাহিদ, উপ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন প্রমুখ।
এদিকে, গণহত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল রাজশাহী জেলা ও মহানগরের নেতারা। এতে ভাষা সৈনিক আবুল হোসেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহীন আকতার রেনীসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএস/আরবি