ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, মার্চ ২৫, ২০১৮
প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার (২৫ মার্চ) রাত ১২টা ১ মিনিটে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে ও পরে নগরের ৩০ গোডাউনের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড।

এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষে বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান।

শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পুলিশের পক্ষে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ১০ আর্মড ব্যাটালিয়ানের পক্ষে অধিনায়ক আবু নাসের মো. খালেদ।

এছাড়া শহীদে বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন নৌ পুলিশ, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, গণপূর্ত বিভাগ, জোনাল সেটেলমেন্ট অফিস, সিভিল সার্জন, বরিশাল জেনারেল হাসপাতাল, বরিশাল ক্লাব, বিআইডব্লিউটিএ, জেলা পরিষদ, জেলা আনসার ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এনজিও ফোরাম, পরিবেশ অধিদপ্তর, বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ বেতার, নার্সিং কলেজ, মহিলা ক্লাব, বরিশাল কেন্দ্রীয় কারাগার, ওজোপাডিকো লিমিটেড, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে নগরের ৩০ গোডাউনে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।