ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ছাত্রলীগ কর্মী হত্যা, মেয়রসহ ৩৪ জনকে আসামি করে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, মার্চ ২৫, ২০১৮
ছাত্রলীগ কর্মী হত্যা, মেয়রসহ ৩৪ জনকে আসামি করে মামলা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাসেল (১৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) দিবাগত রাতে নিহত রাসেলের মা খোদেজা বেগম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে ১৯ জনের নাম উল্লেখসহ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন টিটু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। হত্যা মিশনে সে জড়িত বলে জানান তিনি। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
 
শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় শহরের মিলনপুর ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী রাসেল আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে রাসেল হত্যার জন্য পৌর মেয়র রফিকুল আলম, দিদারুল আলমসহ তাদের সহযোগীদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দেন।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।