রোববার (২৫ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু সাঈদ ও আহত সাদিয়া বেগুনিয়া গ্রামের সুমন আলীর ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে দুই ভাই-বোন তাদের বাড়ির প্রধান গেটের ওপরে উঠে। এসময় গেটটি হঠাৎ ভেঙে পড়ে পড়লে দু’জনই স্লাবের নিচে চাপা পড়ে আহত হয়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আবু সাঈদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরবি/