ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সিঙ্গাপুরের পথে প্লেন দুর্ঘটনায় আহত কবির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ২৫, ২০১৮
সিঙ্গাপুরের পথে প্লেন দুর্ঘটনায় আহত কবির ফাইল ফটো

ঢাকা: নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনায় আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

রোববার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের আইসিইউ থেকে লাইফ সার্পোটে চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আহতের ভাতিজা জমির হোসেন। তিনি বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাতে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

এর আগে শনিবার (২৪ মার্চ) সকালে বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, পরিবারের সম্মতিক্রমে এবং ইউএস-বাংলার তত্ত্বাবধানে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এজেডএস/এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।