ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ব্যানার ফেস্টুনে ঢাকা-আরিচা মহাসড়ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, মার্চ ২৫, ২০১৮
ব্যানার ফেস্টুনে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যানার ফেস্টুনে ঢাকা-আরিচা মহাসড়ক। ছবি: জিএম মুজিবুর

সাভার (ঢাকা): ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। সেই সঙ্গে এ দিবস উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা-আরিচা মহাসড়ক।

দিবসটিকে ঘিরে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত হাজার হাজার ব্যানার-ফেস্টুন স্থাপন করা হয়েছে। রাত ভরেও চলছে ব্যানার-ফেস্টুন লাগানোর কাজ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে রাত থেকেই চলছে টেলিভিশন আর বিলবোর্ডে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সব বিষয়ে চলছে প্রামাণ্যচিত্র।

মহাসড়কের উভয় পাশসহ সড়ক বিভাজকের ওপর স্থাপন করা হয়েছে কয়েক হাজার ব্যানার। যাতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সাভার ও আশুলিয়ার একাধিক নেতাকর্মী। সেই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিসহ দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র।

দিবসটির প্রথম প্রহরেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বেদিতে ফুল দিয়ে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

স্মৃতিসৌধে আসা দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সদয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।