ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, মার্চ ২৫, ২০১৮
গোপালগঞ্জে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন ছবি-বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।

রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আলোর মিছিল বের করা হয়। প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল স্টেডিয়ামের পাশে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।



পরে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।