ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

গণহত্যা স্মরণে ব্ল্যাক-আউট কর্মসূচি পালন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মার্চ ২৫, ২০১৮
গণহত্যা স্মরণে ব্ল্যাক-আউট কর্মসূচি পালন ব্ল্যাক-আউট/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে দেশব্যাপী প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়েছে। সরকারি আদেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন দেশবাসী।

রোববার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়।

ঘড়ির কাঁটায় রাত ৮টা বেজে ৫৯ মিনিট।

মুহূর্তেই নিভে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সব বাতি। মাইকে ভেসে আসছে প্রচণ্ড গোলাগুলির শব্দ আর বিপদগ্রস্ত মানুষের আর্তনাদ।

কিছুক্ষণের জন্য যেন ফুটে উঠেছিল ১৯৭১ সালের ভয়াবহ সেই রাতের চিত্র। ২৫ শে মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর টার্গেটে পরিণত হয়েছিলো জগন্নাথ হল। রাতের আঁধারে হত্যা করা হয় এ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের। ২০১৮ সালের আজকের এই দিনে ব্যাথাতুর হৃদয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কালো রাতে শহীদদের স্মরণ করা হয়।

রাজধানীর রামপুরা বাজার ওয়াপদা রোড এলাকায় দেখা যায় প্রায় সব দোকানদার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করছেন।

গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার জন্য সব মন্ত্রণালয়, বিভাগে চিঠিও পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।  

১৯৭১ সালের এ রাতে ঘুমন্ত, নিরস্ত্র, নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। সেই রাতকে স্মরণ করতেই সরকারের পক্ষ থেকে ব্ল্যাক-আউটের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটু পরেই ব্ল্যাক-আউটে গোটাদেশ

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
ইইউডি/এসই/এসকে/এমআই/এসকে/এমআইএস/এজেডএস/ডিএইচবি/এমসি/পিএম/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।