জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ এর ২৫ মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মাধ্যমে যে বিভীষিকাময় হত্যাকাণ্ড চালিয়ে ছিলো সেই বিষয়ে আলোচনা করেন।
তারা বলেন, এমন গণহত্যার নজির বিশ্বে কোথাও নেই। হানাদার বাহিনী এক রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লক্ষাধিক ঘুমন্ত নিরস্ত্র মানুষকে হত্যা করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সহ দেশের অন্যান্য পুলিশ লাইন্সের সদস্যরা হানাদার বাহিনীর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলে যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। কারণ স্বাধীনতাবিরোধী চক্র এখনও ষড়যন্ত্র করছে।
এ সময় দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে সৎ ও আদর্শবান হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
রাজশাহী জেলা প্রশাসক এস.এম আবদুল কাদের জানান, ২৫ মার্চ ভয়াল কালরাত স্মরণে আজ রাতে ‘প্রতীকী ব্ল্যাকআউট’ অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার (২৬ মার্চ) সকালে সারাদেশে একযোগে শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশিত হবে।
মহানগর ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গণহত্যা দিবসটি পালন করছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসএস/ওএইচ/