ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নরসিংদীতে ২৬শে মার্চ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, মার্চ ২৫, ২০১৮
নরসিংদীতে ২৬শে মার্চ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন কালো রাত্রি স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

নরসিংদী: ২৫শে মার্চ। বাঙালির জীবনে এক দগদগে ক্ষত, যে ক্ষত ইচ্ছে করলেও কোনোদিন মুছে ফেলা যাবে না। সেই ভয়াল কালো রাত্রি স্মরণ করতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) নরসিংদী জেলা প্রশাসকের উদ্যোগে জেলা সার্কিট হাউজ থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলনের এ আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন এবং হাসিবুল আলম ও ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেছে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, নরসিংদীর সব কলেজের শিক্ষক, শহীদ-বুদ্ধিজীবীর পরিবার, ছাত্র-ছাত্রী ও নানা পেশার মানুষ।

এ উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলার বিভিন্ন নামি-দামি শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলায় থাকছে দলীয় নৃত্য। সোমবার (২৬ মার্চ) সকাল ৭টায় জেলা প্রশাসকের উদ্যোগে  শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সব শ্রেণীপেশার মানুষদের একত্র করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।