ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

প্রস্তুত স্মৃতিসৌধ, তিন স্তরের নিরাপত্তা বলয়

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, মার্চ ২৫, ২০১৮
প্রস্তুত স্মৃতিসৌধ, তিন স্তরের নিরাপত্তা বলয় শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ/ছবি: বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। বসানো হয়েছে সিসি ক্যামেরা ও পর্যবেক্ষণ টাওয়ার।

এরই মধ্যে স্মৃতিসৌধের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

দিবসটিকে সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকায় সার্বক্ষণিক নজরদারিসহ তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠে নামানো হয়েছে প্রচুর পুলিশ ও আনসার সদস্য। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে।  

রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ । নানা রঙ্গের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দিবসটির প্রথম প্রহরেই শহীদ বেদিতে ফুল দিয়ে বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের গার্ড অব অনার দেওয়ার জন্য একটি সুসজ্জিত দলকে প্রস্তুতি করা হয়েছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ ত্যাগের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এছাড়া প্রতিবারের মতো এবারও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধসহ ১৯৪৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট জাতির সামনে তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।