ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, মার্চ ২৩, ২০১৮
পলাশবাড়ীতে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শরিফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মহদিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শরিফুল সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জগৎবার গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

তিনি মহাদীপুর ইউনিয়নের পেপুলিজোড় গ্রামে টিপিএল নামে একটি ইটভাটায় পোড়াই কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, দুপুরে শরিফুল পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শরিফুলের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বাংলানিউজকে জানান, শরিফুলের মৃগীরোগ ছিল। ধারণা করা হচ্ছে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।