ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় ট্রেন থেকে ১৭৪ কেজি গাঁজা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, মার্চ ২৩, ২০১৮
আখাউড়ায় ট্রেন থেকে ১৭৪ কেজি গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৪ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৫) সদস্যরা।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এ ট্রেন থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

আখাউড়ার শ্যামগ্রাম সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আব্দুর রহমান শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি সদস্যরা আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতির সময় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটিতে অভিযান চালায়। এ সময় একটি বগিতে যাত্রীদের মালামাল রাখার জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা চালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।