ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, মার্চ ২২, ২০১৮
হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বাংলানিউজকে বলেন, বিকেলে নিয়মিত বাজার অভিযান চালানো হয়।

এসময় ইটের আকার কম দেওয়ায় শায়েস্তাগঞ্জের দ্যা মুন ইটাভাটাকে ১৫ হাজার টাকা, দাউদনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য নিউ শেরাটন রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আল সোহাগ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে ২২টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সার্বিক সহায়তায় ছিল শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।