ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, মার্চ ২২, ২০১৮
মাদারীপুরে ট্রাকচাপায় শিশু নিহত

মাদারীপুর: মাদারীপুরে ইটবোঝাই একটি ট্রাকের চাপায় আয়শা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া-শ্রীনদী আঞ্চলিক সড়কের দক্ষিণ দুধখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আয়শা উত্তর দুধখালী গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল আয়শা। এ সময় পেছন দিক থেকে একটি ইটবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে বলেন, ট্রাকের চাপায় শিশুটি নিহত হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।