ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বারহাট্টায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, মার্চ ২২, ২০১৮
বারহাট্টায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিল্পী আক্তার নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে ইউএনও ফরিদা ইয়াসমিন এ বিয়ে বন্ধ করেন।

শিল্পী উপজেলার বাউসী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. মোস্তফার মেয়ে এবং প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ইউএনও ফরিদা ইয়াসমিন বলেন, দুপুরে কান্দাপাড়া গ্রামের ঈশা খাঁর ছেলে তৌফিক খাঁর সঙ্গে একই গ্রামের মোস্তফার মেয়ে শিল্পীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ের খবর পেয়ে শিল্পীর স্কুলের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু তাকে নিয়ে বিয়ে বাড়িতে যান। এ সময় তিনি মেয়ের বাবা মোস্তফার কাছে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।