ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গুলশানের কালাচাঁদপুরে দুই নারীকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মার্চ ২০, ২০১৮
গুলশানের কালাচাঁদপুরে দুই নারীকে হত্যা

ঢাকা: রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় দুই নারীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, কালাচাঁদপুর স্কুলের দক্ষিণ পাশে একটি সাততলা ভবনের চারতলা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দু’জনেই গারো সম্প্রদায়ের।

তাদের একজনের বয়স আনুমানিক ৭০ ও আরেকজনের আনুমানিক ৩০ বছর। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

দু’জনকেই ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮/আপডেট: ২৩১৬ ঘণ্টা
এজেডএস/পিএম/জেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।